• ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন....

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে “কিছুই জানতেন না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে স্বাগত জানানোর সময় তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগি হত্যার অনুমোদন মোহাম্মদ বিন সালমানই দিয়েছিলেন বলে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছিল। ট্রাম্পের সর্বশেষ মন্তব্য সেই মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক।

হোয়াইট হাউসে যুবরাজ সালমান বলেন, খাসোগির মৃত্যুর তদন্তে সৌদি আরব “যথাযথ সব কাজ করেছে”। তিনি হত্যাকাণ্ডটিকে ‘বেদনাদায়ক’ বলেও আখ্যা দেন। খাসোগি হত্যার পর এটিই ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর, যা একসময় দুই দেশের সম্পর্ককে নাড়িয়ে দিয়েছিল।

সেদিন ওভাল অফিসে একজন সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন। অনেকে তাকে পছন্দ করতেন না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেই যায়।” তিনি আরও বলেন, “কিন্তু ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জানতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার প্রয়োজন নেই আপনাদের।”

সূত্র : বিবিসি।