• ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ ও গর্ত খনন

নিজস্ব প্রতিবেদক,নূর মোহাম্মদ, পঞ্চগড়
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ ও গর্ত খনন
সংবাদটি শেয়ার করুন....

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৫নং বড়শশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সরকারপাড়ায় ৫০ বছরের একটি পুরনো রাস্তা বন্ধ করে দিয়েছে সুজন ও সুমন নামে দুই ভাই। গ্রামটি ঘোড়ামারা নদীর তীরে অবস্থিত। এখানকার সাধারণ মানুষ অটোচালক, ভ্যানচালকসহ নানা পেশায় জীবিকা নির্বাহ করেন।

স্থানীয়দের অভিযোগ, তারা কয়েক যুগ ধরে সরকারপাড়া মসজিদের আধা কিলোমিটার পশ্চিমে বসবাস করছেন। তাদের বাড়ির পশ্চিমে নদী থাকায় এবং পূর্বে ধানক্ষেত থাকায় যাতায়াতের জন্য উত্তর-দক্ষিণ বরাবর এই একমাত্র রাস্তাটিই ছিল ভরসা। রাজিউল ইসলাম রাজু দুই বছর আগে রাস্তাটির উত্তর অংশ কাটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে এলাকাবাসী দক্ষিণ দিক দিয়ে কষ্ট করে চলাচল করছিলেন।

কিন্তু হঠাৎ গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মৃত শফিউল ইসলামের দুই ছেলে সুমন ও সুজনের নির্দেশে তাদের সহযোগীরা রাস্তাটির দক্ষিণ অংশও কাঁটাতারের বেড়া ও গর্ত খনন করে বন্ধ করে দেয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
১। আশরাফ আলী (পিতা: মৃত কুনি)
২। রাশেদুল ইসলাম আশিক (পিতা: আশরাফ আলী)
৩। মোশারফ হোসেন (পিতা: মৃত কুনি)
৪। মো. রশিদুল ইসলাম (পিতা: আফতাব উদ্দিন)
৫। মোহাম্মদ বুলু (পিতা: সহির আলী)

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এই রাস্তাই তাদের সন্তানদের স্কুল-মাদ্রাসায় যাওয়ার ও তাদের সাইকেল-ভ্যান চলাচলের একমাত্র পথ । অথচ সুমন ও সুজন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ও ঢাকা থেকে ভিডিও কলে হুমকি দিয়েছেন, “আমাদের জমির ওপর দিয়ে কেউ হাঁটতে পারবে না। আইন কিছুই করতে পারবে না।” এমনকি তারা সেনাবাহিনী ও পুলিশ ব্যবহার করে প্রতিবেশীদের উচ্ছেদের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ৬-৭টি পরিবার মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। তাদের মধ্যে মো. হুমায়ুন, মোহাম্মদ বাবু, মো. শাহজাহান, মোহাম্মদ আফতার উদ্দিন, মো. দুলাল, মোহাম্মদ মাহিদুল, ডালিম, মোজাম্মেল, নাজমুল, রতন, মনির, রুপা, হনুফা, রফিকুল, ইরানসহ আরও অনেকে রয়েছেন।

তাদের সবার দাবি—
“আমরা এর সুষ্ঠু ও ন্যায়বিচার চাই। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”