• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জনস্বার্থে উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ২৩:১৫ অপরাহ্ণ
জনস্বার্থে উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান দৈনিক ভোরকে বলেন, জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিতকরণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি বরিশাল সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। প্রথমত ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখিত প্রকল্পের সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রকল্প স্থানের বাস্তব অবস্থান চিত্রসহ উপস্থাপন এবং প্রকল্প বাস্তবায়ন পরবর্তী পর্যায়ের পরিদর্শনপূর্বক সচিত্র প্রতিবেদন সহ উপস্থাপন করা। যে প্রক্রিয়াটি ইতিপূর্বে কখনোই ছিল না। আমি বরিশাল সদর উপজেলায় যোগদানের পর ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করার জন্য এই পদক্ষেপটি গ্রহণ করেছি।

এতে করে কোন জনপ্রতিনিধি কাজ না করে কোন অর্থ ছাড় পাবে না। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই অর্থ প্রাপ্ত হবেন। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য প্রতিনিয়ত জনপ্রতিনিধি সহ দল মত নির্বিশেষে সকলের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করছি।তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সার্বক্ষণিক আলোচনা ও সব ধরনের কর্মকাণ্ড তদারকির পরামর্শ দিয়ে আসছি।

প্রতিটি ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১২ ডিপ টিউবয়েল বরাদ্দ প্রসঙ্গে বলেন, বরিশাল সদর উপজেলার প্রায় ৮০টি ডিপ টিউবয়েলের লিস্ট পাঠানো হয়েছে, তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ প্রাপ্তির নিশ্চয়তা অস্বীকার করেন। ইতোমধ্যে এ উপজেলার জনসাধারণ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া শুরু করেছেন আমি এ প্রচেষ্টা অব্যাহত রাখবো।