• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএনসিসির বর্জ্য ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমন্বয়হীনতার অভাব, অঞ্চল-৭ এর কলেজ রোডের বেহাল দশা! হাজার হাজার লোকের চলাচলে চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১৩:১৭ অপরাহ্ণ
ডিএনসিসির বর্জ্য ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমন্বয়হীনতার অভাব, অঞ্চল-৭ এর কলেজ রোডের বেহাল দশা! হাজার হাজার লোকের চলাচলে চরম দুর্ভোগ
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমন্বয়হীনতার কারণে অঞ্চল ৭ এর আশকোনা কলেজ রোডটি চলাচলে অনুপযোগী ও হাজার হাজার লোকের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ডিএনসিসি ১৮ টি ওয়ার্ডের সমন্বয়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকলেও কাজের গতি খুবই মন্থর।এতে করে উল্লেখিত অঞ্চলের জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।১৮টি ওয়ার্ড ডিএনসিসির অন্তর্ভুক্ত হলেও প্রকৃতপক্ষে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু ডিএনসিসি উল্লেখিত অঞ্চলের নাগরিকদের উপর করের বোঝা চাপিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে অঞ্চল- ৭ এর নির্বাহী কর্মকর্তা বলেন ,আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করব, যাতে করে নাগরিকরা আর্থিক হয়রানির শিকার না হন।

ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ড এর আশকোনা কলেজ রোডের মদিনা টাওয়ার থেকে ৪৮ নং ওয়ার্ডের হলিউড মোর পর্যন্ত রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিগত ২ বছরে কয়েকশো লোক আহত হয়েছেন, যে কারণে এলাকার বসবাসরত অনেক নাগরিক এলাকা ছেড়ে চলে অন্যত্র বসবাস করছেন। সম্প্রতি’ ডিএনসিসির বর্জ্য ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আশকোনা, মদিনা টাওয়ার থেকে হলিউড পর্যন্ত সংস্কার কার্যের উদ্যোগ নিলেও তাদের সমন্বয়হীনতার কারণে সংস্কার কাজ চরম ভাবে বাধাগ্রস্থ হচ্ছে ।

যাতে করে স্থানীয় জনসাধারণ দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা কাজটি অতি দ্রুত সম্পন্ন করব। তবে তার আওতাধীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কাজে চরম অনীহার ভাব দৃশ্যমান। অপরদিকে অঞ্চল-৭ এর সিআই মো: রাকিব দৃশ্যমান কাজের সহযোগিতার চেষ্টা করলেও তার অধীনস্থদের মধ্যেও গড়ি মুশির ভাব পরিলক্ষিত। সরেজমিনে পরিদর্শনে লক্ষ্য করা গেছে, ডিএনসিসির বর্জ্য ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে ,যাতে করে জনসাধারণ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার লোকের চলাচল। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজার সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যাতায়াতের জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ডিএনসিসি কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিয়ে কালক্ষেপণ করে জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছেন। অচিরেই ডিএনসিসি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করবেন বলে স্থানীয় জনসাধারণ ও বিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেন।