• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‎রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স

রাবি প্রতিনিধি
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১৯:১৩ অপরাহ্ণ
‎রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স
সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি” শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্স। এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করবেন।
‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিজ্ঞান অনুষদের ডিন অফিস কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কনফারেন্সের অর্গানাইজার কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. মোঃ রজাউল করিম।

‎তিনি বলেন, “গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিক অগ্রযাত্রা বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।”

‎জানা যায়, দুই দিনব্যাপী এই কনফারেন্সে মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৭টি মৌখিক এবং ২৭২টি পোস্টার প্রেজেন্টেশন। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের গবেষকেরাও অংশ নেবেন।

‎কনফারেন্সে পাঁচজন বিশিষ্ট বিজ্ঞানী কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। তাঁরা হলেন প্রফেসর স্টুয়ার্ড ক্লার্ক (ডারহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্য), প্রফেসর এমেরিটাস ড. শাহজাহান খান (উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রফেসর এমেরিটাস, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া), প্রফেসর এমেরিটাস এ. কে. এম. আজহারুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ, রাবি),

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান।  সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. নাসিমা আখতার।


‎ উল্লেখ্য, ২০২৩ সালের ৫-৬ অক্টোবর প্রথমবার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স অনুষ্ঠিত হয়।