• ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসার নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা

জগলুল কবির নাসির
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ১৩:৫৬ অপরাহ্ণ
ঢাকা ওয়াসার নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা ওয়াসার নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসা বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঢাকা ওয়াসা সিবিএর সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রকৌশলী আব্দুস সালাম বেপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দিয়ে গত মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দায়িত্ব গ্রহণের আগে মো. আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারার অধীনে মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করা হয়েছে।

আব্দুস সালাম ব্যাপারীর নিয়োগের মাধ্যমে সদ্য বিদায়ী এমডি মো. শাহজাহান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গত ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার এমডি মো. শাহজাহান মিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। সেদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলির প্রজ্ঞাপন জারি করে।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে প্রথমে ডিএসসিসির প্রশাসক এবং পরবর্তীতে ১৮ মে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল।