• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা প্রদান করতে হবে: ওসি দক্ষিণখান থানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা প্রদান করতে হবে: ওসি দক্ষিণখান থানা
সংবাদটি শেয়ার করুন....

ডিএমপির সদ্য যোগদান কৃত দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাইফুল রহমান মির্জা দৈনিক ভোরের সাথে আলোচনায় জানান, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি, কিশোর গ্যাং ও ইভটিজিং সহ কোন ধরনের অপরাধে কে ছাড় দেওয়া হবে না। সকলকেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চায়তা প্রদানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি জানান, দক্ষিনখান থানায় যোগদানের পর থেকেই নিরলস পরিশ্রম করে উল্লেখিত থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি। এ থানার জনসাধারণ নিশ্চিন্তে নির্বিচারে যাতায়াত করতে পারছেন, এটি একটি ঘনবসতিপূর্ণ বৃহৎ থানা।কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সংকটপূর্ণ, অনেক উন্নয়ন কাজ চলছে যে কারণে থানার কোনো টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব ঘটে। আমরা ইতিমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি,আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমরা সোর্স এর মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যে জিডি সহ অনেক মামলা রুজু হয়েছে এবং অপরাধীরা গ্রেফতার হয়েছে।কোন অপরাধী আইনের হাত থেকে রক্ষা পাবে না। ইতোমধ্যে বেশ কিছু মাদক কারবারি , সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ও চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,যাতে এ অঞ্চলের জনসাধারণ সুশৃংখল পরিবেশের মধ্যে সাধারণ জীবন যাপন করতে পারে।