গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তা ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে।
রোববার (৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, একটানা বৃষ্টির কারণে লেকে পানির উচ্চতা দ্রুত বাড়ছে। আজ সকাল ১০টা পর্যন্ত পানি ১০৬.৮৪ ফুটে পৌঁছেছে, যা বিপদসীমার সন্নিকটে। কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানির উচ্চতা ১০৮ ফুট ছাড়িয়ে যায়, তবে ১৬টি জলকপাট ধাপে ধাপে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে এটি বাস্তবায়নের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এছাড়া, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বর্তমানে চালু রয়েছে। প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটগুলো থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।