শুক্রবার দুপুর তিনটায় রোটারি ক্লাব অব বরিশাল মিডটাউন এর উদ্যোগে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বরিশাল ঝাউতলাস্থ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বাচ্চাদের জন্য অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পিংয়ে নিউরোলজিস্ট ডাঃ রাহাতুন নাঈম ম্যাগলিন এ সময় বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রোটারিয়ানদের পক্ষ থেকে স্কুলটির ছাত্র ছাত্রীদের লেখা পরার জন্য চেয়ার টেবিল প্রদান করেন।
এ সময়ে ডাঃ ম্যাগলিন , প্রতিবন্ধী বাচ্চাদের নিয়মিত নিউরো মেডিসিন গুরুত্বপূর্ণ অধ্যায় বিধায় সন্তানদের মায়েদের মতামত প্রদান ও প্রিসক্রিপশন করেন। মেডিকেল ক্যাম্প প্রকল্প পরিচালক, রোটারিয়ান জুয়েল শাহ কবির (শাহিন) সহ রোটারিয়ান পিপি মাহতাব উদ্দিন আল মাহমুদ , ক্লাব সেক্রেটারী রোটাঃমেহেদী হাসান হুমায়ূন, স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।