• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পারমাণবিক ইস্যুতে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ১৯:১৫ অপরাহ্ণ
পারমাণবিক ইস্যুতে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান
সংবাদটি শেয়ার করুন....

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সিদ্ধান্ত কার্যকর করে আইনে স্বাক্ষর করেছেন।

এর ফলে, আইএইএ এখন থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বা স্থাপনায় আর কোনো সরাসরি সহযোগিতা পাবে না। পরিদর্শনের বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইরানের পার্লামেন্টে এক সপ্তাহ আগে পাস হওয়া বিল অনুযায়ী, সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়া আইএইএ পরিদর্শকদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ থাকবে না।

এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরান ও আইএইএর মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত ১৩ জুন ইসরাইল আকস্মিকভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও এতে যুক্ত হয়। ইরান দাবি করছে, আইএইএ পরিচালনা পরিষদের ১২ জুনের একটি প্রস্তাবকে ভিত্তি করেই এই হামলা চালানো হয়। সেই প্রস্তাবে তেহরানকে পারমাণবিক বাধ্যবাধকতা না মানার অভিযোগে অভিযুক্ত করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসিকে ইরানে স্বাগত জানানো হবে না। কারণ, তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন।

এদিকে আইএইএ এক বিবৃতিতে জানায়, তারা ইরানের পদক্ষেপ সম্পর্কে অবহিত এবং এখন তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক নোটিফিকেশনের অপেক্ষায় রয়েছে।