• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের সহায়তা কমানোর সিদ্ধান্তে মৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
ট্রাম্পের সহায়তা কমানোর সিদ্ধান্তে মৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ
সংবাদটি শেয়ার করুন....

বিদেশি মানবিক সহায়তা বাজেটে বড় কাটছাঁট, শিশুদের ওপর পড়বে ভয়াবহ প্রভাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশে মানবিক সহায়তার জন্য বরাদ্দ তহবিলের বড় একটি অংশ কমিয়ে দেওয়ার ফলে ২০৩০ সালের মধ্যে অন্তত ১ কোটি ৪০ লাখ মানুষ অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট–এ সোমবার (৩০ জুন) প্রকাশিত এক গবেষণায়। খবর বিবিসির।

গবেষণায় উল্লেখ করা হয়, মৃত্যুর ঝুঁকিতে থাকা এই মানুষদের মধ্যে এক-তৃতীয়াংশই শিশু।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে জানিয়েছিলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির (USAID) ৮০ শতাংশের বেশি কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

ল্যানসেট গবেষণার সহ-লেখক ডেভিড রাসেলা বলেন, “অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য এই সিদ্ধান্তের প্রভাব একটি বৈশ্বিক মহামারী বা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতো ধাক্কা আনবে।”

ট্রাম্প প্রশাসন এর আগেও ব্যয় সংকোচনের অংশ হিসেবে ইলন মাস্কের পরামর্শে ফেডারেল কর্মীদের সংখ্যা হ্রাসে কাজ করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ। দেশটি বিশ্বের ৬০টিরও বেশি দেশে ত্রাণ, খাদ্য এবং স্বাস্থ্য সহায়তা দিয়ে আসছে, যার বেশিরভাগই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত।

তবে পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে এখনো হাজারের বেশি কর্মসূচি রয়েছে, যা কংগ্রেসের সুপারিশ অনুযায়ী আরও কার্যকরভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে গত মাসে জাতিসংঘের এক কর্মকর্তা বিবিসিকে জানান, মার্কিন তহবিল কমিয়ে দেওয়ার কারণে অনেক দেশের খাদ্য সহায়তা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। কেবল কেনিয়ার শরণার্থী শিবিরেই লাখ লাখ মানুষ চরম অনাহারে পড়েছেন।