• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ঢাকা
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এর আগে গত ২৪ জুন মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচি আজ ১ জুলাই শুরু হয়ে চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে, অর্থাৎ আজ দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এ ছাড়া আজ থেকেই জুলাই স্মৃতির ক্যালেন্ডার বিতরণ শুরু হবে এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। একই দিন জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে।

তবে এই মাসব্যাপী কর্মসূচি প্রতিদিন হবে না। কিছুদিন বিরতি দিয়ে বিভিন্ন দিনব্যাপী আয়োজন করা হবে। যেমন—১ জুলাইয়ের পর ৫ জুলাই, তারপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠান রয়েছে।

সমাপনী দিন ৫ আগস্টে (অনুষ্ঠানমালায় যেটিকে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করা হয়েছে) থাকবে ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, দেশের ৩৬টি জেলার কেন্দ্রে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেস অব জুলাই’ সহ ডকুমেন্টারি প্রদর্শনী এবং ড্রোন শো আয়োজন।