বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (Proportional Representation – PR) দেশকে ঐক্যের বদলে বিভক্তির পথে ঠেলে দিতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “PR পদ্ধতির প্রস্তাবের আড়ালে আমরা কি অজান্তেই কোনো স্বৈরাচারী ব্যবস্থার পুনর্বাসনের পথ করে দিচ্ছি না? বিষয়টি ভেবে দেখা জরুরি। এই নির্বাচন ব্যবস্থা বাস্তবায়িত হলে সরকারে অস্থিরতা তৈরি হতে পারে এবং জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে।”
তিনি আরও বলেন, “কোনো একটি ইস্যুর আড়ালে অন্য ইস্যুকে শর্তের বেড়াজালে আটকে ফেলা মুক্তিকামী জনগণের কাম্য নয়। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো চিন্তাভাবনা করে প্রস্তাব দিচ্ছে ঠিকই, কিন্তু সব প্রস্তাব দেশের বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা যাচাই করে দেখা দরকার।”
বিশ্বের বিভিন্ন দেশে PR পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামোতে তা কতটা উপযোগী—সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তারেক রহমান বলেন, “গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে এবং দেশকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত রাখতে হলে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “প্রতিদিন নতুন ইস্যু সামনে এনে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে। এতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। বর্তমান সরকারের পক্ষে প্রতিদিন জনগণের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ জনগণের কণ্ঠ সরকার পর্যন্ত পৌঁছানোর কোনও কার্যকর মাধ্যম নেই।”
তিনি আরও দাবি করেন, “সংস্কার ইস্যুতে সরকারকে ব্যস্ত রাখার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখার ষড়যন্ত্র থাকতে পারে।”