• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু
সংবাদটি শেয়ার করুন....

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এই উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নেতারা সকালেই জাফরপাড়ায় উপস্থিত হন। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। জিয়ারত শেষে নেতারা শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের পর এনসিপি গাইবান্ধা অভিমুখে পদযাত্রা ও পথসভায় অংশ নেবে।

এছাড়া আজ বিকেল ৩টায় রংপুর শহরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হলে একটি পথসভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত রবিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি অভিযোগ করেন, “সরকার দুইবার সময় দিয়েও তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।” পাশাপাশি তিনি জানান, “আগামীকালের কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে বার্তা থাকবে।” তিনি আরও বলেন, “পিআর ইস্যু নিয়ে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, তারা দেশের আদর্শে বিশ্বাসী নয়।”