• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১৮:১৫ অপরাহ্ণ
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন রাজউক চেয়ারম্যান
সংবাদটি শেয়ার করুন....

যথাযথ ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ ২১ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজউক চেয়ারম্যান জনাব মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)। এর আগে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরি নিয়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ) এর সামনে থেকে রাজউক চেয়ারম্যান এর নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ), প্রধান প্রকৌশলী ও রাজউক এর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও রাজউকের সকল জোনাল অফিস ও প্রকল্প অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ শ্রদ্ধা জ্ঞাপনের নিমিত্তে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।