• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি: সহকারি পুলিশ কমিশনার দক্ষিণখান জোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১৫:৫৭ অপরাহ্ণ
জনগণের সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি: সহকারি পুলিশ কমিশনার দক্ষিণখান জোন
সংবাদটি শেয়ার করুন....

৩৮ তম ব্যাচ পুলিশ ক্যাডারের দক্ষিনখান জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিম এ গুলশান দৈনিক ভোরের সাথে আলোচনায় বলেন, স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্থানীয় জনসাধারণকেও সচেতন হতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে,তবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে চলবে।

যুগের সাথে তাল মিলিয়ে অপরাধীরা তাদের অপরাধের কৌশল পাল্টে ফেলেছে,সে ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নির্মূলের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার ও নতুন নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করছেন। ইতি মধ্যে আমার আওতাধীন এলাকায় কয়েকটি হত্যা মামলা আসামিসহ মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পরিত্যক্ত অবস্থায় কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতনও কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের পরামর্শ ও নির্দেশনায় কাজ করে যাচ্ছি।রাষ্ট্রের শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য এবং সে অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এর সুফল জনসাধারণ পাওয়া শুরু করেছে।

পুলিশ প্রশাসনে কাজের গতি ও মনবল ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুতই পরিপূর্ণ ও উদ্যোগী হয়ে কর্মরত সকলেই কাজ করে যাবেন। তিনি আরো জানান,জনসাধারণ ও পুলিশ প্রশাসন সম্মিলিত হয়ে কাজ করলে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং অপরাধ পরিপূর্ণ নির্মূল করা সম্ভব। বর্তমানে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অভিযান চলছে। প্রতিনিয়ত আমরা অপরাধী গ্রেফতার করছি এবং এ অভিযান চলমান থাকলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে আসবে।