• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের নজর প্রিমিয়ার লিগের দুই তরুণ তারকার ওপর

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ১৫:৫৬ অপরাহ্ণ
রিয়াল মাদ্রিদের নজর প্রিমিয়ার লিগের দুই তরুণ তারকার ওপর
সংবাদটি শেয়ার করুন....

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আবারও প্রিমিয়ার লিগের দিকে দৃষ্টি দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের খবর, নতুন মৌসুমে স্কোয়াড শক্তিশালী করতে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ইংলিশ মিডফিল্ডার কুবি মাইনু এবং ক্রিস্টাল প্যালেসের প্রতিভাবান মাঝমাঠের খেলোয়াড় অ্যাডাম হোয়ার্টনকে দলে নিতে আগ্রহী লস ব্লাঙ্কোসের নতুন কোচ জাবি আলোনসো।

আলোনসো দীর্ঘমেয়াদে টনি ক্রুসের উত্তরসূরি খুঁজছেন। যদিও তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের ওপর আস্থা রাখছেন তিনি, তবে একজন প্রতিশ্রুতিশীল ও অভিজ্ঞতাসম্পন্ন তরুণ মিডফিল্ডার দলে আনার প্রয়োজন অনুভব করছেন।

তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আপাতত এই দুই ইংলিশ ফুটবলারের জন্য বড় অঙ্কের বিনিয়োগে রাজি নন। রিয়াল মাদ্রিদের রিক্রুটমেন্ট টিমের মতে, মাইনু ও হোয়ার্টন এখনো ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণের অপেক্ষায় আছেন।

এর আগে মার্চ মাসেও মাইনু ও হোয়ার্টনের সঙ্গে রিয়ালের নাম জড়িয়েছিল। সে সময় মাদ্রিদের প্রধান স্কাউট জুনি কালাফাত ঘনিষ্ঠভাবে মাইনুর পারফরম্যান্স পর্যবেক্ষণ করেছিলেন।

অন্যদিকে, ম্যানইউ কোচ রুবেন আমোরিম স্পষ্ট জানিয়েছেন, ২০ বছর বয়সী মাইনু তার ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এবং তাকে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই। টটেনহাম হটস্পার সম্প্রতি মাইনুর ব্যাপারে আগ্রহ দেখালেও, ওল্ড ট্র্যাফোর্ড কর্তৃপক্ষ প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে।