• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

মনির হোসেন জীবন
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না হুশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, চাঁদাবাজ (সে) যত বড়ই হোক না কেন, যতো প্রভাবশালী হোক না কেন, তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে গুলশানের চাঁদাবাজদের ধরেছি। এক্ষেত্রে কোন রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেয়া হবে না।

উপদেষ্টা আজ সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগষ্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে জানিয়ে এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগষ্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে। মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

আজ সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।