জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা বিভিন্ন স্লোগানে মুখর করে তুলেছেন এলাকা।
প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর তীব্র গরম ও দীর্ঘ যাত্রার ক্লান্তি উপেক্ষা করে স্লোগানে নিজেদের উজ্জীবিত করে রাখছেন। “স্বৈরাচার নিপাত যাক”, “খালেদা জিয়া ভয় নাই”, “জিয়ার সৈনিক এক হও” — এমন সব স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত জানান, “সকালেই আমরা সমাবেশস্থলে এসেছি। নাস্তা শেষ করেই নেতাকর্মীদের চাঙা রাখতে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে এখানে এসেছে। তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠের কর্মী।”
দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মাঝে উদ্দীপনা ধরে রাখতে নিরবচ্ছিন্ন স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারা সমাবেশ শেষ পর্যন্ত থাকবে।”
লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও তার নেতাকর্মীদের সঙ্গে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়; বরং এটি স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছাত্রসমাজের শক্তিশালী উপস্থিতির প্রতীক। স্লোগান ও সংহতির এই চিত্রই সেই বার্তা বহন করছে।