• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগে সমাবেশস্থল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১৫:৪০ অপরাহ্ণ
ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগে সমাবেশস্থল
সংবাদটি শেয়ার করুন....

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ চত্বরে টিএসসির দিক বরাবর একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল নেতারা সেখানে উপস্থিত আছেন। দুপুর ২টা থেকে শুরু হয়েছে মূল সমাবেশ।

সমাবেশস্থলের চারপাশের সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসব রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অ্যাম্বুলেন্সগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

নেতা–কর্মীরা কপালে জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোসংবলিত ব্যান্ড পরে সমাবেশে যোগ দিচ্ছেন। অনেকেই হাতে বহন করছেন ছাত্রদল ও বিএনপির পতাকা।

সমাবেশস্থলে শোনা যাচ্ছে নানা স্লোগান, যেমন: ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘ছাত্ররাজনীতি অতীতে কলুষিত ছিল। এর বিপরীতে ছাত্রদল একটি সুনির্দিষ্ট, গ্রহণযোগ্য ও ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রত্যাশা করে।’

আজকের এই সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য প্রদান করবেন।