বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে বিলাসবহুল জীবনযাপনে এক ধরনের নীরব প্রতিযোগিতা সবসময়ই বিদ্যমান। দামী গয়না, বিলাসবহুল গাড়ি, বিদেশের অভিজাত ভিলা, প্রাইভেট জেটসহ নানা সংগ্রহে নিজের অবস্থান জানান দেন তারা। তবে এবার এক ধাপ এগিয়ে গেছেন এক বলিউড নায়িকা—তিনি কিনে নিয়েছেন পুরো একটি দ্বীপ!
তবে তিনি দীপিকা, প্রিয়াঙ্কা কিংবা আলিয়া নন। তিনি হলেন বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকুলিন ২০১২ সালে শ্রীলঙ্কায় কিনেছেন প্রায় চার একর আয়তনের একটি ব্যক্তিগত দ্বীপ। দ্বীপটি দেশটির দক্ষিণ উপকূলবর্তী এলাকায় অবস্থিত। দ্বীপটির মূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা বর্তমান হিসাবে বাংলাদেশি টাকায় ৭ কোটি ৩৩ লাখেরও বেশি।
২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা জ্যাকুলিন পরবর্তীতে ‘মার্ডার ২’, ‘কিক’, ‘হাউসফুল’ সিরিজ ও ‘রেস ২’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’-এ, যেটি বক্স অফিসে সফলতা অর্জন করেছে।
তবে পর্দার বাইরেও রয়েছে আলোচনার ঝড়। ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলায় নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। ফলে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।