গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের অনুসারীরা এ হামলা চালিয়েছেন। তবে, কিছু গণমাধ্যম এই ঘটনাকে ‘স্থানীয়দের হামলা’ হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তার দাবি, এটি স্থানীয়দের নয়, বরং আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা। তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া কৌশলে আওয়ামী লীগের হয়ে দালালি করছে এবং সত্য গোপন করছে।