সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ সাইফুল ইসলাম বলেন ,বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণিজ্যিকরণ বন্ধ করে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। তিনি দৈনিক ভোরের সাথে একান্ত আলোচনায় জানান, পাঁচই আগস্ট পরিবর্তনের পর সরকার আমাকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের দায়িত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আমার দায়িত্ব হল, আমরা আওতা ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকরণ বন্ধ করে প্রকৃত শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পাঠ দান করবেন তাদেরকে অবশ্যই পেশাদারিত্ব বজায় রেখে শিক্ষার পাঠদান দিবে এবং পেশাদার শিক্ষক এ পেশায় আসতে হবে, পেশাজেবী হলে তার পেশার মান মর্যাদা ও অগ্রগতি সমুন্নত রাখবে বলে আমি মনে করি। অনেক ক্ষেত্রে অপেশাদারা শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে অন্তর্ভুক্ত হয়। যে কারণে আমাদের শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ।এজন্য আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, মাদ্রাসার ক্ষেত্রে সুপার এবং সহকারী সুপার NTRC এর মাধ্যমে নিয়োগ দেয়ার অনুরোধ জানিয়েছি ।এতে করে পেশাদারিত্ব বজায় থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাণিজ্যর যে অভিযোগ আছে সেগুলো বন্ধ হবে এবং এই নিয়োগের পরিপেক্ষিতে প্রকৃত ও পেশাদার শিক্ষক নিয়োগ পাবে ।এতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রকৃত শিক্ষা পাবেন। এছাড়াও অন্য শিক্ষক ও কর্মচারীগণ ÑTRC অথবা অন্য কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দান করতে হবে যাতে করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন নিয়োগ-বাণিজ্য না হয় । অপরদিকে আর্থিক স্বচ্ছতার জন্য আমরা সোনালী পেমেন্ট গেটওয়ে পদ্ধতি অনুসরণ করার ব্যবস্থা নিয়েছি ।২০ হাজার টাকার উপর ব্যয় হলে ব্যাংকিং চেক এর মাধ্যমে পরিশোধ করতে হবে,এই বিষয়গুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদের এই প্রস্তাবগুলো আমলে নিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে প্রক্রিয়াধীন রয়েছে ।আমরা নীতি নির্ধারণী মহল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সহ এর আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়ে এসে একটি পরিচ্ছন্ন এবং যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান দেশবাসীর জন্য উপহার দিতে চাই।