• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৪:০৬ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

ডেভিল হান্ট অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীররাতে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশুকিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুরের গঙ্গাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়৷ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ইমরান বাড়িতে লুকিয়ে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি।

ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।