• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ১৬:৩৫ অপরাহ্ণ
নতুন প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনু বিভাগ, উন্নয়ন অনু বিভাগ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান বলেন, নতুন প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। ৫ই আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।

এ প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ও এই মন্ত্রণালয়ের উপদেষ্টার ও সচিবের পরামর্শ এবং নির্দেশক্রমে সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন। ইকোনোমি ক্যাডারের থেকে আসা ১৮তম ব্যাচের এই কর্মকর্তা বলেন, ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর প্রশাসনের একটি স্থবিরতা চলে আসে এবং এক পর্যায়ে স্থানীয়জন প্রতিনিধিদের উপস্থিতি অনিশ্চিত হয়ে যায়। সে ক্ষেত্রে প্রশাসনের কর্মকান্ডের গতি সচল রাখতে স্থানীয় সরকার বিভাগ থেকে ১২টি সিটি কর্পোরেশনের ঢাকা সহ তিনটিতে অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অন্যান্য সিটি কর্পোরেশন গুলোর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে বার্ডের ডিজি এবং অন্যান্য সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্বে আছেন।

এছাড়া ৩৩০টি পৌরসভায় ৫৩ টিতে ডিডি লোকাল গভর্নমেন্ট প্রতিনিধি ও বাকিগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এবং এসি ল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশগুলোকে পরিচালনার জন্য ২১ থেকে ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করে দেয়া হয়েছে এবং পৌরসভা গুলোকে ৭ থেকে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়া হয়েছে। যাদের পরামর্শে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রশাসকগন কাজ করবেন। আমরা প্রশাসনের সর্বত্র সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনসহ উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখার ক্ষেত্রে উপদেষ্টা ও সচিব মহোদয়ের পরামর্শ এবং নির্দেশক্রমে মনিটরিং করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমরা একটি স্বপ্নের নতুন বাংলাদেশ দেখতে পাবো।