২০১০ সালের ৮ সেপ্টেম্বর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বিয়ে হয়েছিল ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে। কিন্তু মাত্র পাঁচ মাস পরেই সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর তিনি কন্যা সন্তানের মা হন এবং বর্তমানে একক মায়ের (সিঙ্গেল মাদার) ভূমিকা পালন করছেন।
দীর্ঘদিন সিঙ্গেল থাকলেও অভিনেত্রী এখনো নতুন কোনো সম্পর্কে জড়াননি। তবে একাধিকবার তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে সায়রার ইচ্ছা—মায়ের জীবনে একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।
বাঁধন বলেন, ‘‘আমার মেয়ে এখন বড় হয়ে গেছে। সে বুঝতে পারছে যে মাকে সবকিছু একা একাই করতে হয়, কষ্ট সহ্য করতে হয়, লড়াই করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’’
জীবনসঙ্গী সম্পর্কে নিজের চাওয়া-পাওয়ার কথা স্পষ্ট করে অভিনেত্রী জানান, ‘‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই একজন ফেমিনিস্ট হতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘তাকে আমার সঙ্গী হতে হবে, কোনো রক্ষক নয়। তাকে আমার রক্ষা করার প্রয়োজন নেই, সে শুধু আমার পাশে থাকবে, জীবনসঙ্গী হিসেবে।’’
এরপর বাঁধন বলেন, ‘‘আমার সঙ্গীকে অবশ্যই একজন নারীবাদী মানসিকতা সম্পন্ন হতে হবে। কারণ এই বয়সে এসে আর কাউকে বোঝানোর সময় নেই যে আমি কেনো একজন ফেমিনিস্ট বা আমি কী চাই। আমার চিন্তাভাবনার সঙ্গে তার মিল থাকা খুব জরুরি।’’
বিয়ের প্রসঙ্গে অতীতে এক সাক্ষাৎকারে বাঁধন বলেছিলেন, ‘‘৪০ বছর বয়স পার করে অন্য একরকম জীবনে প্রবেশ করেছি। এই নতুন জীবনে মনে হচ্ছে, একজন জীবনসঙ্গী থাকা সম্ভব। মানুষ একা থাকতে পারে না। প্রায় পুরো জীবনটাই তো একা কেটেছে।’’
নিজের অতীত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘‘বিয়ে হোক বা যা-ই হোক, জীবনের পথে আমি কখনো সত্যিকার অর্থে একজন সঙ্গী পাইনি। হয় কেউ ছিল দানবের মতো, নাহয় কেউ ছিল যে আমাকে নির্যাতন করেছে। সবসময় এমন মানুষের সঙ্গেই আমার দেখা হয়েছে। তাই প্রকৃত অর্থে আমি কখনো একজন সঙ্গী পাইনি—এটাই সত্যি। সবকিছু মিলিয়ে এখন মনে হচ্ছে, জীবনের পথে একজন সঙ্গী থাকা উচিত।’’