• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ড্যাবের ৮ চিকিৎসককে বহিষ্কার করল বিএনপি – শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিদ্ধান্ত

ঢাকা
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
ড্যাবের ৮ চিকিৎসককে বহিষ্কার করল বিএনপি – শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিদ্ধান্ত

ছবি:: বিএনপি পতাকা

সংবাদটি শেয়ার করুন....

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান এবং ডা. রাকিব উজ জামানকে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত চিকিৎসকদের কোনো সংগঠন যদি অন্তর্ভুক্ত করে, তাহলে সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীলদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে ড্যাব প্রতিষ্ঠিত হয়।