লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানবন্দরটির সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। এর দৈর্ঘ্য ছিল ১২ মিটার। সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হয়ে কালো ধোঁয়া বের হচ্ছে।
গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো। উড়োজাহাজে কতজন ছিলেন তা জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পূর্ব ঘোষিত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট।