• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র শহরজুড়ে, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র শহরজুড়ে, ১৪৪ ধারা জারি
সংবাদটি শেয়ার করুন....

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনায় পুরো গোপালগঞ্জ শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে।

পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার বিকেল ৩টার দিকে শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ হামলা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি দ্রুতই সারা শহরে ছড়িয়ে পড়ে। এনসিপির সমাবেশের মঞ্চে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, জুলাই মাসজুড়ে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় এনসিপি। আজকের কর্মসূচির অংশ হিসেবে তারা গোপালগঞ্জে লং মার্চ ও সমাবেশ করে।