এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকায় অবস্থানকালে মহসিন নকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন। ২৪ ও ২৫ জুলাই একটি পাঁচ তারকা হোটেলে বসবে এই বৈঠক। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে। গতকাল পর্যন্ত ১৯টি দেশের অংশগ্রহণের ব্যাপারে সম্মতি পাওয়া গেছে বলে জানায় বিসিবি। বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা ঢাকায় পৌঁছে গেছেন। পিসিবি পরিচালনা প্রধান কর্মকর্তা (সিওও) সালমান নাসিম গতকাল ঢাকায় এসেছেন।
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী এজিএমের কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের তিনটি আর সহযোগী ১০টি দেশের উপস্থিতি লাগবে। ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা বয়কটের ঘোষণা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কোরাম পূরণের জন্য পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে রাজি করাতে। মৌখিকভাবে এজিএমে অংশগ্রহণ করার সম্মতিও দিয়েছে তারা। শেষ পর্যন্ত আফগানিস্তান পিছু হটলে স্থগিত হতে পারে এজিএম।