সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার। বর্তমান সরকার যেসব কার্যক্রম পরিচালনা করেছে, ভবিষ্যতের সরকার তা কতটুকু বৈধতা দেবে—এই প্রশ্ন এখনও অনির্ধারিত রয়ে গেছে।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবতা বিশ্লেষণ করা জরুরি। তিনি সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যেগুলোর প্রত্যক্ষ সাক্ষী তিনি নিজে ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে একাধিকবার অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে। একটি স্বাধীন নির্বাচন কমিশনের অভাব, কিংবা সাংবিধানিক পন্থায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, যখন কোনো রাজনীতিবিদ ইচ্ছাকৃতভাবে সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্ত করেন, তখনই রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। এর ফলে জরুরি অবস্থার প্রয়োজন দেখা দেয়। তিনি উল্লেখ করেন, প্রথমবার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এরশাদ সরকারের শেষ দিকে, যার পরিণতি ছিল ১৯৯০ সালের গণঅভ্যুত্থান।