• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে ফের রাশিয়ার ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১৩:২৯ অপরাহ্ণ
ইউক্রেনে ফের রাশিয়ার ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড
সংবাদটি শেয়ার করুন....

রাশিয়া আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে। রোববার (৩ আগস্ট) ভোরে চালানো এই হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, কমপক্ষে তিনজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত নয়। সূত্র: বিবিসি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার পর বিস্ফোরণের কারণে শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি জ্বালানি ডিপোতে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২৭ জন সদস্য নিরলসভাবে কাজ করেছেন।

এই হামলার প্রভাব শহরের আশপাশের এলাকাতেও পড়েছে এবং নিরাপত্তার কারণে সোচি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত মাইকোলাইভ শহরটি দীর্ঘদিন ধরে রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে আছে। একই দিনে রাশিয়া ইউক্রেনের রিয়াজান, পেনজা এবং ভোরোনেঝ শহরেও ড্রোন হামলা চালায়। ভোরোনেঝে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগেও, গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৩১ জন ইউক্রেনীয় নাগরিক। ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, রাশিয়া ওইদিন প্রায় ৩০০টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি ছিল কিয়েভে সবচেয়ে বড় রুশ হামলা।