পহেলা বৈশাখে ‘হালখাতা উৎসব’ ছিল বাঙালির চিরায়ত একটি ঐতিহ্য। পুরোনো বকেয়ার হিসাব চুকিয়ে নতুন করে সম্পর্ক গড়ার দিন ছিল এটি। চিঠি দিয়ে ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখ করানোর রেওয়াজও বেশ পুরোনো। তবে আধুনিকতার এই যুগে টালি খাতার জায়গা দখলে নিয়েছে প্রযুক্তি। ভাটা পড়েছে হালখাতার কার্ড দেওয়ার রেওয়াজ।
ব্যবসায়ীরা বলছেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে খাতার হিসেবের রেওয়াজে ভাটা পড়েছে। ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে শতবর্ষী এই ‘হালখাতা উৎসব’। কমেছে উৎসবমুখরতা। গুটিকয়েক দোকানে এ বছর হালখাতা করলেও নেই আগের মতো পুরোনো জৌলুস।