• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এইচএসসি পরীক্ষা ঘিরে নজরদারির নতুন দৃষ্টান্ত: বোর্ড চেয়ারম্যান ছুটছেন এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ১৩:৩১ অপরাহ্ণ
বরিশালে এইচএসসি পরীক্ষা ঘিরে নজরদারির নতুন দৃষ্টান্ত: বোর্ড চেয়ারম্যান ছুটছেন এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে!
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের এইচএসসি’র প্রত্যেকটি (সমমান) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিয়মিত দুর-দুরান্তের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় রোববার (২০ জুলাই) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শহীদ রাজা ডিগ্রি কলেজ আমুয়া কেন্দ্র, মজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্র, ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্র, ঝালকাঠির কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রাজাপুর সরকারি কলেজ কেন্দ্র, আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।
বোর্ড চেয়ারম্যানের এমন নিরলস পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার দরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না আমাদের সন্তানরা। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।