ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের উপদইল গ্রামে করলার ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক রাজিউর রহমান রাজু (পিতা- আজগর আলী) অভিযোগ করেছেন, একই এলাকার খয়রাত আলীর ছেলে আবু তাহের, তাহেরের ছেলে তুসার আলী ও আজগর আলীর আরেক ছেলে আনোয়ার হোসেন তার করলার গাছ কেটে বিনষ্ট করেছেন।
গত রবিবার রাজু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবু তাহেরের মালিকানাধীন জমি আনোয়ার হোসেন ফসল ভিত্তিক লিজ নিয়ে ভোগদখল করছিলেন। পরে তাহেরের অনুমতিতে আনোয়ার হোসেনের কাছ থেকে জমিটি সাব-লীজ নিয়ে করলার চাষ শুরু করেন রাজু।
রাজুর অভিযোগ, গত ১৮ জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা তার করলার ক্ষেতের গাছ কেটে ফসল নষ্ট করেন। এতে তার আনুমানিক ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মামলা-মোকাদ্দমা করলে তাকে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”