• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের নিবন্ধন বাতিল করতে হবে: সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১৯:১৯ অপরাহ্ণ
আ.লীগের নিবন্ধন বাতিল করতে হবে: সমন্বয়ক
সংবাদটি শেয়ার করুন....

গাজীপুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক আলী রাসেল খান বলেন, গাজীপুরে গতকাল (শুক্রবার) যে তাণ্ডব চালিয়েছে শিক্ষার্থীদের ওপর, তাদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে শাস্তি দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। সম্পত্তি বাতিল করতে হবে। গতকাল যারা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছেন, সেসব কর্মকর্তাদের অপসারণ করতে হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এ কথা বলেন তিনি। পরে দুপুর ১টায় রাজবাড়ী মাঠ থেকে একটি মিছিল নিয়ে রেল গেট হয়ে আবারও রাজবাড়ি মাঠে জমায়েত হয়। এ সময় তারা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের মেইন গেট বন্ধ করে দেন।