স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফেনী জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ আল ফারুক দৈনিক ভোরকে বলেন, ৫ই আগস্ট ছাত্র- জনতার বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার পর এবং পূর্বে ভয়াবহ বন্যার কারনে এলজিইডির উন্নয়ন কর্মকান্ড স্থবিরতা চলে আসে। প্রায় তিন মাস সব ধরনের উন্নয়ন কর্মকান্ড বন্ধ ছিল। এছাড়া তৎকালীন পতিত সরকারের সমর্থিত ঠিকাদারগণ পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড সচল করা হয়। এ জেলায় উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।এ কারণেই উন্নয়ন কর্মকাণ্ড সচল করতে কোন ব্যাঘাত সৃষ্টি হয়নি। তিনি আরো জানান, বিগত সরকারের আমলের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী এই জেলার সমস্ত উন্নয়ন কর্মকান্ড নিয়ন্ত্রণ করতো এবং তার পছন্দসই ঠিকাদেরদের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতেন। বর্তমানে আমাদের এ ধরনের কোন চাপ নেই,আমরা প্রভাব মুক্তহীন ভাবে উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে পেরেছি। এছাড়া সিনিয়র সহকারী প্রকৌশলী সুমন তালুকদার বলেন, বর্তমান প্রধান প্রকৌশলী মো:আব্দুর রশীদ মিয়ার নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কাজের গুণগতমান রক্ষা করে সামগ্রিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি।