• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে দুর্নীতিগ্রস্ত, হতে পারে যেকোনো শাস্তি মূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে দুর্নীতিগ্রস্ত, হতে পারে যেকোনো শাস্তি মূলক ব্যবস্থা
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে কে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে এলজিইডির প্রধান কার্যালয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া তারিখ: ৬-৪-২০২৫ ইং স্বাক্ষরিত স্মারক নং- ৪৬.০২. ০০০০. ০০১.২৭. ০৩০.২১.৩৩৯০. এ উল্লেখ্য যে,তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল অঞ্চলের স্মারক নং ৪৬.০২. ০০০০.১৩০.০২.০০১.২৫- ২১২. তারিখ ১৩-০২-২০২৫. মারফত প্রতিবেদনে জানা যায় যে, জুলাই ২০২৪ হতে নভেম্বরের ২৪ পর্যন্ত, বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক শক্তিশালী করন প্রকল্প এবং দেশের দক্ষিণ অঞ্চলের আয়রনব ব্রিজ পূর্ণ: নির্মাণ/ পূর্ণবাসন প্রকল্পের ছাড়কৃত অর্থ ব্যয়ের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ প্রদান করেন।দক্ষিণাঞ্চলের সড়ক প্রশস্ত করণ প্রকল্পের হিসাব বিবরণী দাখিল করলেও আয়রন ব্রিজ প্রকল্পের হিসাব বিবরণী দাখিল করা হয়নি। সূত্র মতে প্রকাশ যে, দক্ষিণাঞ্চলের সড়ক প্রশস্ত করণ প্রকল্পের জুলাই ২৪ থেকে নভেম্বর ২৪ পর্যন্ত অর্থ ৪৪.২০ কোটি টাকার মধ্যে ১০টি প্যাকেজের চুক্তির বিপরীতে ৩১.৬৯ কোটি টাকা ব্যয়ের হিসাব বিবরণী দাখিল হয়েছে। কিন্তু পর্যালোচনা করে দেখা যায় যে, ৪টি প্যাকেজের অগ্রগতি শূন্য পর্যায়। অন্যগুলোর কিছু অগ্রগতি হলেও প্যাকেজ গুলোর সম্পূর্ণ বিল প্রদান করা হয়েছে । এছাড়া ৪৪. ২০- ৩১.৬৯ = ১২.৫৯ কোটি টাকা ৫টি বিলের মাধ্যমে এন এইচ কর্পোরেশন এবং সাউথ বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল, ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে উল্লেখিত প্রকল্পের কোনো চুক্তির না হওয়া সত্ত্বেও সম্পূর্ণ অর্থের ছাড় দেখানো হয়েছে। এক্ষেত্রে চুক্তি বহিরভূত প্রতিষ্ঠানের অনুকূলে বিল প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা প্রতিমান হয়েছে । এজন্য উপযুক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ৩ (খ )ও ৩( ঘ) বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই পরিপ্রেক্ষিতে উপযুক্ত কার্যকলাপ তথা অসদাচরণ ও দুর্নীতি পরানাওতার কারণে সরকারি বিধিমালা অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না ,এই মর্মে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।অন্যথায় তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে,যাহা এলজিইডি সূত্র উল্লেখ করেন। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় যোগাযোগ করা হলে তারা বলেন,মন্ত্রণালয় থেকে পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে কে কুড়িগ্রাম জেলায় বদলী করা হয় । দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি সেখানে যোগদান করেনি। বরং পিরোজপুর জেলায় স্বপদে বহাল আছেন। বিষয়টি কর্তৃপক্ষ অবহিত এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নিবেন। এ বিষয়ে পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী রঞ্জিতদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি। তবে পিরোজপুর জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ফজলে রাব্বি বলেন, নির্বাহী প্রকৌশলী পিরোজপুর জেলার বাহিরে আছেন। আমরা প্রতিনিয়ত তদন্ত ও অডিট ফেইস করে চলছি। শীঘ্রই মন্ত্রণালয় থেকে এক জনের নেতৃত্বে একটি তদন্ত টিম আসবে।