• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দরিদ্র বিমোচন ও গ্রামীণ উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি :রঞ্জিত কুমার সরকার,ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা, বরিশাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ১৩:০১ অপরাহ্ণ
দরিদ্র বিমোচন ও গ্রামীণ উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি :রঞ্জিত কুমার সরকার,ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা, বরিশাল
সংবাদটি শেয়ার করুন....

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরিশাল জেলার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকার বলেন, গ্রামীণ উন্নয়ন ও দরিদ্র বিমোচনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজ করে যাচ্ছেন।এ অধিদপ্তরের আওতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ চল মান রয়েছে ।তিনি আরো বলেন, ২৪ – ২৫ অর্থবছরে বরিশাল জেলায় প্রায় ৩০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দের ভিত্তিতে বরিশাল জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ চলমান রয়েছে। কাবিখা,কাবিটা, টিআর, জিআর,এলজিডি ও এলজিএসপি মাধ্যমে সচরাচার কাজগুলো বাস্তবায়ন হয়ে থাকে। গ্রামীণ পর্যায়ে স্কুল,কলেজ, মাদ্রাসা ইত্যাদির যোগাযোগের জন্য গ্রামীণ পর্যায়ে মাটির কাজ হয়ে থাকে। এছাড়া কালভার্ট, ব্রিজ,হেরিংবন ও দুর্যোগ কেন্দ্র ইত্যাদি কাজগুলো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করে থাকি। এই কাজগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতির চাকা সচল থাকে। সংযুক্ত থাকে হাজার হাজার লোকের কর্মসংস্থান।বিশেষ করে শ্রমজীবী নারী-পুরুষ উপকৃত হয় বেশি। তিনি বিব্রত হয় আরো বলেন, ৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পূর্বে স্থানীয় পর্যায় কাজের কিছু গাফেলতি থাকলেও বর্তমানে কাজে মনিটরিং ও তদারকির কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এছাড়া অনেক বিষয়ে প্রশ্ন করলে বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকার এড়িয়ে যান এবং তার অফিসে যোগাযোগ করতে বলেন। বরিশাল সদর উপজেলার পিআইও মোঃ মোজাম্মেল হক বলেন, ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পূর্বে রাজনৈতিক সরকার থাকার কারণে স্থানীয় পর্যায়ে কাজ মনিটরিং এ অনেক বাধা-বিপত্তি আসতো। বর্তমানে পরিবেশ অনুকূলে থাকায় বিভিন্ন প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করে যাচ্ছি। ২৪-২৫ অর্থবছরে বরিশাল সদর উপজেলায় ৩ কিস্তিতে প্রায় ৭কোটি টাকার অধিক বরাদ্দ দেয়া হয়েছে যার কাজ বর্তমানে চলমান রয়েছে।