• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতি চালু হলে স্থানীয় নেতৃত্ব ধ্বংস হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ১৭:১৪ অপরাহ্ণ
পিআর পদ্ধতি চালু হলে স্থানীয় নেতৃত্ব ধ্বংস হবে: রিজভী
সংবাদটি শেয়ার করুন....

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে আর কোনো স্থানীয় নেতার উত্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই পদ্ধতি দেশকে আরও গভীর স্বৈরতান্ত্রিক শাসনের দিকে ঠেলে দিতে পারে।

আজ বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “গণতন্ত্রের পক্ষে থাকা শক্তি হিসেবে আমাদের ভূমিকা অবশ্যই ইতিবাচক ও সচেতন হতে হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেউ যেন সাধারণ মানুষের ওপর কোনোভাবেই ক্ষতির কারণ না হয়, সেটি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের জন্য দুঃসহ সময় ছিল। কত তরুণের লাশ পাওয়া গেছে দেশের বিভিন্ন নদীর পাড়ে, কেউ জানত না তার ভাগ্যে কী ঘটবে। শেখ হাসিনার দমন-পীড়নে দেশে কোনো গণতান্ত্রিক কণ্ঠই রক্ষা পায়নি।”

জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদকে স্মরণ করে রিজভী বলেন, “শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেলের মুখে দাঁড়িয়ে আত্মোৎসর্গ করেছিলেন। তার আত্মত্যাগ থেকেই সারাদেশে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে, যার মধ্য দিয়ে উঠে আসে নতুন বাংলাদেশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজ ড্যাবের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকার, জেলা ড্যাব আহ্বায়ক ডা. খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম মারুফ হাসান, লালমনিরহাট ড্যাব সভাপতি ডা. আব্দুর রাজ্জাক রুবেল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডা. মো. হাসান আলী প্রমুখ।