• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হৃতিকের বিরুদ্ধে কঙ্গনার বিস্ফোরক দাবি: “নগ্ন ছবি চাইতেন, পাঠাতেন নিজেরটাও”

বিনোদন ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
হৃতিকের বিরুদ্ধে কঙ্গনার বিস্ফোরক দাবি: “নগ্ন ছবি চাইতেন, পাঠাতেন নিজেরটাও”
সংবাদটি শেয়ার করুন....

বলিউড তারকা কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবারও চর্চার কেন্দ্রে। সম্প্রতি কঙ্গনা অভিযোগ করেছেন, হৃতিক তাঁর কাছ থেকে নগ্ন ছবি চাইতেন এবং নিজেও এমন ছবি পাঠাতেন।

অভিনেত্রীর দাবি, ২০১৩ সালে ‘কৃষ ৩’ সিনেমার শুটিং চলাকালে হৃতিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর সম্পর্কের টানাপোড়েন শুরু হলে ২০১৬ সালে কঙ্গনা নাম না করে এক টিভি সাক্ষাৎকারে বলেন, একজন সাবেক প্রেমিক তাঁকে হয়রানি করছেন।

কঙ্গনার আইনজীবীরা জানায়, হৃতিক ও কঙ্গনার মধ্যে ইমেইল চালাচালির সময় হৃতিক স্পষ্টভাবে অশ্লীল ছবি চান এবং নিজের ব্যক্তিগত ছবি পাঠান। পাল্টা হৃতিক রোশন সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ করেন, কঙ্গনা একজন “ইম্পোস্টার”-এর সঙ্গে যোগাযোগ করেছেন—যিনি হৃতিক সেজে কঙ্গনার সঙ্গে ইমেইল চালাচালি করছিলেন। ফলে ওইসব মেইল তাঁর নয় বলে দাবি করেন তিনি।

এই অভিযোগ-পাল্টা অভিযোগ থেকে শুরু হয় আইনি লড়াই। দু’জনেই একে অপরের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে ‘কাপুরুষ’ ও ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন এবং কুপ্রস্তাবের অভিযোগ পুনরায় তোলেন। তবে হৃতিক এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে আইনি প্রক্রিয়ার ওপর ভরসা রাখছেন।

সাইবার সেল এ বিষয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। হৃতিকের ‘ইমেইল ইম্পোস্টার’ তত্ত্বের সত্যতা এখনও প্রমাণ হয়নি, ফলে মামলাটির নিষ্পত্তিও ঝুলে আছে।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ফের আলোচনায় এলে বলিউডের দুই তারকার পুরনো দ্বন্দ্ব নতুন করে শিরোনাম হয়ে উঠেছে। ভক্তরা জানতে চান—“কবে শেষ হবে কঙ্গনা-হৃতিক ইমেইল কাহিনি?”