রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা বিভাগটির নাম ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিভাগের নিজস্ব কোড না থাকায় চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাশাপাশি “ফোকলোর” শব্দটি সমাজ উন্নয়নমূলক ও প্রাসঙ্গিক দক্ষতা তুলে ধরতে পারছে না বলেও তারা অভিযোগ করেন।
আন্দোলনরত শিক্ষার্থী আহসান হাবিব বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিভাগটির আধুনিকীকরণ ও নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। আমরা উপাচার্যের সরাসরি হস্তক্ষেপ চাই।”
শিক্ষার্থীদের দাবি, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অন্য বিভাগগুলোর মতোই ফোকলোর বিভাগেও গবেষণা, থিসিস ও ক্ষেত্রসমীক্ষাভিত্তিক জ্ঞান অর্জন হয়। কিন্তু নামের কারণে ‘ফোকলোর’ বিষয়টিকে শুধু লোকজ ঐতিহ্যের সীমায় আটকে দেখা হয়।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এক্রাম উল্যাহ বলেন, “বিভাগীয় সুপারিশের ভিত্তিতে আমরা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এখন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের।”
ফোকলোর বিভাগের সভাপতি ড. জাহাঙ্গীর হোসেন বলেন, “শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে বিভাগীয়ভাবে নাম সংস্কারের সুপারিশ ইতোমধ্যে অনুষদে পাঠানো হয়েছে। তাই এখন আন্দোলনের কোনো প্রয়োজন দেখি না।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিভাগটির নাম পরিবর্তনের প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন পেলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।