নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না এলেও সেনাবাহিনী যে কোনো সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে বনানীর সেনা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনীর তৎপরতা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্নেল শফিকুল ইসলাম জানান, “গত দুই সপ্তাহে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। পাশাপাশি কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনেও আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”
তিনি আরও জানান, ৫ আগস্ট থেকে এ পর্যন্ত দেশজুড়ে ৪০০-এর বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে শান্তি রক্ষায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের অভিযানের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “শুধুমাত্র চট্টগ্রামেই গত দুই সপ্তাহে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি অস্ত্র উদ্ধার হয়েছে।”
গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোনো সেনা সদস্য এসব অপরাধে জড়িত থাকেন এবং তদন্তে তা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনী কখনোই আইনের ঊর্ধ্বে নয়।”
সংবাদ সম্মেলনে তিনি আশ্বস্ত করেন, “সেনাবাহিনী সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।”