• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‎ঢাকসু ভিপি-জিএস-এজিএস ছাত্রলীগ করে হলে অবস্থান করেছেন: নাসির উদ্দীন

রাবি প্রতিনিধি
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
‎ঢাকসু ভিপি-জিএস-এজিএস ছাত্রলীগ করে হলে অবস্থান করেছেন: নাসির উদ্দীন
সংবাদটি শেয়ার করুন....

‎জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস ছাত্রলীগ করে হলে অবস্থা করেছেন। তবে ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনের কেউ হলে অবস্থান করতে পারেনি।

‎মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

‎নাসির উদ্দীন বলেন, ঢাকসু নির্বাচিত প্রার্থীরা বিশেষ করে ভিপি, জিএস ও এজিএসসহ প্রত্যেকে বিগত ফ্যাসিবাদী আমল থেকেই হলে থাকতেন এবং তৎকালীন ছাত্রলীগের রাজনীতি করেছেন। অপরদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতি করার কারণে ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনের কেউ তৎকালীন হলে থাকতে পারেনি। ফলে গণঅভ্যুত্থানের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলে আসছিলাম, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে। কিন্তু সেটা কোনভাবেই তারা করতে পারেনি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও যারা ভিপি-জিএস নির্বাচিত হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ফলে আমরা দেখেছি, ভিপি-জিএস হতে হলে পূর্বে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হবে এমন একটক অবস্থা দেখেছি। তবে শিক্ষার্থী হয়তো ভোট দিয়েছেন অথবা অনিয়ম হয়েছে। তবে যেটাই হয়েছে থাকুক, ছাত্রদল সবসময় ন্যায়, গণতন্ত্র ও শিক্ষার্থীদের পক্ষে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে।

‎তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়ে সকল অন্যায় ও জুলুমের প্রতিবাদ করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও সক্রিয় অংশগ্রহণ করেছে এবং ১৪২ জন নেতাকর্মী শহিদ হয়েছে। অনিয়মে ভরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়তো ছাত্র প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। বিভিন্ন ষড়যন্ত্রের পরেও আমরা বলেছি ছাত্রদলের আরও ভাল করা উচিত ছিল। আমরা যে চারটি ছাত্র সংসদে পরাজিত হয়েছি, এ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।


‎অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী। এছাড়া‌ও রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, সাধারণ সম্পাদক জহুরুল, সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন ছাড়াও আর‌ও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।