• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার উপদেষ্টার নামে এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার চাদাঁবাজির অভিযোগ

অনক আলী হোসেন শাহেদী:
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১৮:১৭ অপরাহ্ণ
স্থানীয় সরকার উপদেষ্টার নামে এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার চাদাঁবাজির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

ঈদের আগে এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মো: বাচ্চু মিয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং তাঁর এপিএস মো: মোয়াজ্জেম হোসেনের নামে চাঁদাবাজি করেছেন। তিনি এলজিইডি ঢাকা জেলার সকল ঠিকাদারের কাছে স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস মো: মোয়াজ্জেম হোসেন বরাত দিয়ে বলেছেন যে ছাত্রদের নতুন দল বাংলাদেশ নাগরিক পার্টি চালাতে ঈদের আগে প্রচুর টাকা লাগছে । তাই উপদেষ্টা আসিফ মাহমুদ ওনার এপিএস মো: মোয়াজ্জেমকে বলেছেন ঈদের আগে টাকা সংগ্রহ করে দিতে। বাচ্চু মিয়া ঠিকাদারদের বলেছেন যে, এপিএস মোয়াজ্জেম আমাকে বলেছেন আমি যেন ঈদের আগে কমপক্ষে ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে দেই। এমতাবস্থায় ঢাকা জেলার শতাধিক ঠিকাদারদের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নিয়েছেন বাচ্চু মিয়া। কয়েকজন ভুক্তভোগী ঠিকাদার এই প্রতিবেদকের কাছে তাদের এই টাকা দেয়ার কথা স্বীকার করেছেন। বাচ্চু মিয়া হুমকি দিয়ে বলেছেন, যে ঠিকাদার টাকা না দিবে সে কিভাবে ঢাকা জেলায় কাজ করেন তা তিনি দেখে নেবেন। তাই বাধ‍্য হয়ে তাদেরকে টাকা দিতে হয়েছে। এ বিষয়ে কথা বলার জন‍্য বাচ্চু মিয়াকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।