• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে : প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১৬:৪০ অপরাহ্ণ
অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে : প্রেসসচিব
সংবাদটি শেয়ার করুন....

অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা দিতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব বলেন, ‘পাকিস্তানের সঙ্গে এ ধরনের চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। চুক্তিটি কার্যকর থাকবে পাঁচ বছর। এর ফলে যারা অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট বহন করেন তারা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। এটা একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।’

উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতিও পাওয়া গেছে।