• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী যাত্রী আটক

অনলাইন ডেস্ক:
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী যাত্রী আটক
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ এক বিদেশি নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৩৮ ফ্লাইটটি ২৫ আগস্ট রাত ২টা ৩০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের ৩০-এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন শেষ করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

ঘটনাটির পর চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা এবং কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

ভোর/রিপন/আইটি